প্রাচীন ভারতে বিদেশী আক্রমন

Show Important Question


41) পার্সিকদের স্বর্ণমুদ্রার নাম কি ছিল?
A) ক্যাশু
B) দারিক
C) নিষ্ক
D) নারায়নী

42) সুলতান মামুদের বাবার নাম কি ছিল
A) আলপ্তগীন
B) সবুক্তগীন
C) উলুগখান
D) এদের কেউ নয়

43) নিম্নে উল্লেখিত কোন ব্যক্তিটি সুলতান মামুদের সঙ্গে ভারতে এসেছিলেন
A) অল-বিরুনী
B) আব্দুল রাজ্জাক
C) ইবন বতুতা
D) এদের কেউ নয়

44) অ্যালেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন মগধের রাজা কে ছিলেন?
A) চন্দ্রগুপ্ত মৌর্য
B) ধননন্দ
C) বিম্বিসার
D) সমুদ্রগুপ্ত

45) When did Chingiz Khan invade India ? / চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিল ?
A) 1211 A.D./ ১২১১ খ্রীঃ
B) 1221 A.D./ ১২২১ খ্রীঃ
C) 1399 A.D./ ১৩৯৯ খ্রীঃ
D) 1526 A.D./ ১৫২৬ খ্রীঃ

46) When did Ikhtiyaruddin Bakhtiyar Khalji invade Bengal ? / কবে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজী বাংলা আক্রমণ করেন ?
A) 1194 A.D./ ১১৯৪ খ্রীঃ
B) 1199 A.D./ ১১৯৯ খ্রীঃ
C) 1202A.D./ ১২০২ খ্রীঃ
D) 1206 A.D./ ১২০৬ খ্রীঃ

47) Who was the Muslim general to have conquered Bengal in 13th century AD? / ত্রয়োদশ শতকে কোন্‌ মুসলিম সেনাপতি বাংলা জয় করেন ?
A) Afzal Khan/ আফজল খান
B) Iktiaruddin-bin-Baktiar-Khilji/ ইকতিয়ারুদ্দিন বিন বখতিয়ার খিলজি
C) Chenghiz Khan/ চেঙ্গিজ খান
D) Temuchin/ তেমুচিন

48) In which year did Muhammad-bin-Qasim conquer Sind ? / কোন বছর মহম্মদ বিন কাশিম সিন্ধু দখল করেন ?
A) 712 AD/ 712 খ্রী
B) 715 AD/ 715 খ্রী
C) 718 AD/ 718 খ্রী
D) 721 AD/ 721 খ্রী

49) The most famous Indo-Greek ruler of India was / ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দোগ্রীক শাসক কে ছিলেন ?
A) Demetrius/ ডিমিট্রিয়াস
B) Antiochus I/ প্রথম অ্যান্টিওকাস
C) Menander/ মিনান্দার
D) None of the above/ উপরের কোনোটিই নয়

50) Alexander attacked India in the year- / আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন ?
A) 336 B.C./ ৩৩৬ খ্রিস্টপূর্বাব্দ
B) 326 B.C./ ৩২৬ খ্রিস্টপূর্বাব্দ
C) 320 A.D./ ৩২০ খ্রিস্টপূর্বাব্দ
D) 308 A.D./ ৩০৮ খ্রিস্টপূর্বাব্দ

51) সর্বশ্রেষ্ট ইন্দো-গ্রীক রাজা মিনান্দার কার নিকট বৌদ্ধধর্মে দীক্ষা নেন ?
A) নাগসেনের নিকট
B) উগ্র সেনের নিকট
C) উপগুপ্তের নিকট
D) মহাকাশ্যপের নিকট

52) How many times did Sultan Mahmud of Ghazni invade India ? / গজনীর সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন ?
A) 12/ 12
B) 17/ 17
C) 5/ 5
D) 20/ 20

53) Who of the following put up a stiff resistance against Alexander ? / কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছিলেন ?
A) Ambhi/ অম্ভি
B) Mahapadma/ মহাপদ্ম
C) Porus/ পুরু
D) All of the above/ উপরের সবাই

54) Who was the Mughal Empepor during whose reign Nadir Shah invaded India ? / কোন মোগল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন ?
A) Farrukhsiyar/ ফারুখশিয়ার
B) Bahadur Shah/ বাহাদুর শাহ
C) Muhummad Shah/ মহম্মদ শাহ
D) Shah Alam/ শাহ আলম

55) ভারতের প্রথম মুসলিম আক্রমণকারীর নাম কি?
A) মহম্মদ বিন কাসিম
B) মামুদ
C) মোহম্মদ ঘোরী
D) চেঙ্গিস খান

56) কোন নদীর তীরে হিদাস্পিসের যুদ্ধ হয়েছিল ?
A) সিন্ধু
B) ইরাবতী
C) বিপাশা
D) ঝিলম